মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "ছাত্র-জনতার চলমান আন্দোলনে আওয়ামী শাসকগোষ্ঠীর পতনের পর একটি চক্র দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বর হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা এই অপতৎপরতারই অংশ।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলার চরম অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই।"
বিএনপি মহাসচিব দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনাও করেন।
এসআর
মন্তব্য করুন: