গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে তারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে।
এনসিপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
ফলে আশপাশের রাস্তাগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, “গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালিয়ে রাজনৈতিক সহিংসতার নতুন নজির গড়েছে সরকারপন্থী একটি ছাত্র সংগঠন।”
শাহবাগ থানার একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: