[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে দলটির গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, হামলায় অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নেমেছে।

এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতাদের আগমনে কর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে সাড়া দেন।

সমাবেশে ও গাড়িবহরে পরপর হামলা

দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুরের পাশাপাশি এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয় হামলাকারীরা।
এর আগে সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
পরে ইউএনওর গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে।

আটক ও নিরাপত্তা ব্যবস্থা

দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গোটা জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর