প্রশাসনিক সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক পুনর্গঠন, রাজনৈতিক দলগুলোর আচরণগত পরিবর্তন এবং ‘জুলাই ঘোষণাপত্র’-এর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার রাজধানীতে প্রতীকী কফিন মিছিল আয়োজন করতে যাচ্ছে 'জুলাই ঐক্য'।
গত রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮টি সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে ১৫ জুলাই মিছিলের দিন ধার্য করা হলেও পরে আলোচনা করে সেটি একদিন পিছিয়ে ১৬ জুলাই করা হয়—গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিনকে স্মরণ করে।
আয়োজক সূত্র জানায়, প্রতীকী কফিন মিছিলটি রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হবে। সেখানে গণ-অভ্যুত্থানের সব শহিদ ও আহতদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।
জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: