দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়। ৫২ পৃষ্ঠার এ রায়ে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তারা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
এর আগে, গত ২৮ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে আপিলের রায় ঘোষণা করা হয়। শুনানি শেষ হয় ২৬ মে, এবং আদালত রায় ঘোষণার জন্য ২৮ মে দিন ধার্য করেছিলেন।
মামলাটিতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।
অন্যদিকে, আপিলকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।
উল্লেখ্য, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে দুদক মামলা দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্টে দায়ের করা আপিলে তারা খালাস পান।
এসআর
মন্তব্য করুন: