[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

"ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে" — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামি ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এই বিষয়ে কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সময়সীমা চূড়ান্ত করেছেন।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার এবং মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডসহ সারাদেশে বিভিন্ন হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

 

মির্জা ফখরুল অভিযোগ করেন,
“মিটফোর্ডের ঘটনা কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও চক্র দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ ধরনের চক্রান্ত নতুন নয়। দেশের মানুষ যখনই মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই এ ধরনের ষড়যন্ত্র শুরু হয়।”

তিনি আরও বলেন,
“ষড়যন্ত্রকারীরা চায় না দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়।”

 

বিএনপি মহাসচিব বলেন,
“তারেক রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছে কিছু গোষ্ঠী। তারা ভেবেছিল এতে বিএনপি পিছিয়ে যাবে। কিন্তু বিএনপি বারবার প্রমাণ করেছে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দাঁড়াতে জানে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো—বারবার উঠে দাঁড়ায়।”

তিনি বলেন,
“তারেক রহমান এখন দেশের অর্থনীতি ও বেকার সমস্যা মোকাবিলায় বিশিষ্টজনদের সঙ্গে পরিকল্পনা করছেন। ঠিক এই সময়েই তাকে আঘাত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে।”

 

মির্জা ফখরুল বলেন,
“চক্রান্তকারীদের লক্ষ্য একটাই—দেশকে অস্থিতিশীল করা, বিভাজন সৃষ্টি করা এবং গণতন্ত্রকে ফের হত্যা করা। কিন্তু জনগণের শক্তি দিয়েই আমরা আগেও ফ্যাসিস্ট শাসন হটিয়েছি, ভবিষ্যতেও হটাবো।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“আমরা যেন কারও ফাঁদে পা না দিই। তারা আমাদের উত্তেজিত করার চেষ্টা করছে, যেন আমরা ভুল করি। কিন্তু আমরা ধৈর্য ধরব, শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাব।”

তিনি আরও বলেন,
“তারেক রহমান যখন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নিশ্চিত করেছেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন থেকেই কিছু মহলের মাথা বিগড়ে গেছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর