[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

লাখো কর্মীকে শান্ত রেখেছি -ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৬:০৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ার পরও সংগঠনের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রাকিব বলেন, “মব কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই।

যদি ভবিষ্যতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি বা মব ক্রিয়েট করার চেষ্টা করা হয়, তবে তার দায় সংশ্লিষ্ট গোপন সংগঠনগুলোকেই নিতে হবে।”

তিনি আরও দাবি করেন, “গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানহানি করলেও সাধারণ শিক্ষার্থীরা তাতে সমর্থন দেয়নি। তারা বিশ্বাস করে—তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাই তারা উসকানিতে পা দেয়নি।”

ছাত্রদলের এ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে উদ্বেগ সৃষ্টি এবং শিক্ষার পরিবেশ ব্যাহত করার প্রতিবাদ জানানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর