আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষাঙ্গনে অস্থিরতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুর ৩টা ২৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সকাল থেকেই নয়াপল্টন এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের চোখেমুখে ছিল ক্ষোভের প্রতিফলন।
এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং তারা সতর্ক অবস্থানে ছিলেন।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, একটি ‘গুপ্ত সংগঠন’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
দলটির দাবি, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই কর্মসূচি। বিক্ষোভের মাধ্যমে তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে চান।
এসআর
মন্তব্য করুন: