ঢাকার মহাখালী-এয়ারপোর্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধের কারণে এই রুটে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মহানগরের বাইরে থেকে আসা সিএনজি অটোরিকশাচালকরা রাজধানীতে চলাচলের অনুমতি চেয়ে বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে উত্তরা থেকে মহাখালী অভিমুখী (ইনকামিং) ও মহাখালী থেকে উত্তরা অভিমুখী (আউটগোয়িং) উভয়পথেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সার্জেন্ট আনিসুর রহমান বিকল্প রুট ব্যবহারের নির্দেশনাও দিয়েছেন। তার স্ট্যাটাস অনুযায়ী:
পথচারী ও যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হওয়ায় সংশ্লিষ্টদের বিকল্প রুট বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এসআর
মন্তব্য করুন: