[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

এবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ১:০৩ এএম

নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হঠাৎ এ বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে পড়ে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও আশপাশে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

বিস্ফোরণের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা পথচারী ও যানবাহনের যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।”

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর