[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

"গত ১১ মাসে মিটফোর্ডের মতো ১১ হাজার ঘটনা ঘটেছে- নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ৯:২৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫ ৯:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার মতো ঘটনা গত ১১ মাসে সারাদেশে অন্তত ১১ হাজারবার ঘটেছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

নুরুল হক নুর বলেন, “মিটফোর্ডের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। এটি অত্যন্ত নির্মম ও মর্মান্তিক ছিল বলে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু গত ১১ মাসে সারাদেশে এমন অন্তত ১১ হাজার ঘটনা ঘটেছে, যা গণমাধ্যমে আসেনি বলেই আলোচনার বাইরে রয়ে গেছে। জেলা-উপজেলা ও গ্রামে-গঞ্জে প্রতিদিনই এ ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।”

তিনি বলেন, “সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা—যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। এ লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। তবে যদি আপনারা আবার শেখ হাসিনার মতো স্বৈরশাসকের দলদাস হয়ে যান, তাহলে দেশে ফের ফ্যাসিবাদ কায়েম হবে।”

 

আলোচনায় বিএনপির দিকেও তীব্র সমালোচনার তীর ছুড়ে দিয়ে নুর বলেন, “পাঁচ আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মীসহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। এখন থেকেই তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব চালু করেছে। এই আচরণ যদি বিএনপি অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে দেশে এমন ভয়াবহ অবস্থা তৈরি হবে, যা আওয়ামী লীগের দুঃশাসনকেও ছাড়িয়ে যাবে।”

 

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গে নুর বলেন, “জুলাই বিপ্লব হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটি কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা একটি গণজাগরণ। এই আন্দোলনের মাধ্যমেই দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর