বিএনপি কখনোই কোনো অন্যায়কে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং এখনও আছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান।
শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “যে ঘটনাগুলো সম্প্রতি ঘটেছে, বিশেষ করে মিটফোর্ডে একজন সাধারণ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার মতো ঘটনা—সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। জনগণ মনে করবে, গণতন্ত্রে ফিরে যাওয়ার সময় এসব অরাজকতা আপনাদের ইন্ধনে ঘটেছে।”
তিনি আরও বলেন, “আমরা বারবার বলেছি, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বরং আইন, বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় কাজ করেছে। আমাদের নেতা-কর্মীরা ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য। আমি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি, যেন কেউ কোনো উসকানিতে অন্যায় কাজে জড়িয়ে না পড়ে।”
দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপই হলো সুষ্ঠু নির্বাচন। আজ দেশে যে আইনশৃঙ্খলার অবনতি, হত্যাকাণ্ড ও দুঃশাসন চলছে, এর প্রধান কারণই হলো—গণতান্ত্রিক সরকার নেই। একটি নির্বাচিত সরকারই পারে জনগণের আস্থা ও সমর্থনের মাধ্যমে দেশকে স্থিতিশীল রাখতে।”
তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, আইনের শাসন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্বাচিত সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব শহীদ ছাত্রনেতাদের স্মরণে একটি পুস্তক প্রকাশের পরামর্শ দেন। তিনি বলেন, “বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের যথাযথ সম্মান দেওয়া হবে। আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।”
অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং শহীদ পরিবারের সদস্যরা।
এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসআর
মন্তব্য করুন: