রাজধানীর মিটফোর্ড এলাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো ‘নোংরা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবুও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি ও নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।"
তিনি জানান, সোহাগ হত্যা মামলার পরপরই অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এরপরও বিএনপিকে দায়ী করা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “বিএনপি ও এর অঙ্গসংগঠন কখনো অপরাধীদের প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না।”
দলের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “বিএনপির নীতিগত অবস্থান জিরো টলারেন্স। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অতীতেও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (সহজলবায়ু বিষয়ক) রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বহিষ্কৃতদের সঙ্গে কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলও একই ঘটনায় দুজন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: