[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

জুমার নামাজে যাওয়ার পথে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ৫:০১ পিএম

সংগৃহীত ছবি

খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা (৩৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশায় নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব মোল্লা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং রগ কেটে দেয়।

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহবুব মোল্লার হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে। তবে কারা এ ঘটনায় জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর