[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

নির্বাচন প্রস্তুতি দ্রুত শেষ করার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ৪:৩২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচনী প্রস্তুতির কাজ সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের যৌথ আয়োজনে "জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যা অত্যন্ত ইতিবাচক। আমরা আশা করি, কমিশন দ্রুত প্রস্তুতি শেষ করে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।”

‘নির্বাচন হবে কি হবে না’—এমন রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন এ দেশের জনগণের মৌলিক অধিকার। মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার আদায় করেছে। তাই নির্বাচন হবেই এবং তা সবার অংশগ্রহণে হতে হবে।”

প্রধান উপদেষ্টার নির্দেশনা

এর একদিন আগে, বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
সেই সঙ্গে তিনি স্বচ্ছতা নিশ্চিতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশের শরীরে বডি ক্যাম এবং পূর্ববর্তী তিন নির্বাচনে দায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসারদের অধিকাংশকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আলোচনায় অন্যান্যদের বক্তব্য

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “নির্বাচন না হলে দেশে অন্ধকারের শক্তি ক্ষমতায় আসবে। সবাইকে যুক্তির পথে এসে নির্বাচন বাস্তবায়নে কাজ করতে হবে। কোনো একটি দল টু-থার্ড মেজরিটি পেলে গণতন্ত্র বিপন্ন হতে পারে।”

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী শাসন শেষ হলেও ফ্যাসিবাদ এখনো রাষ্ট্র কাঠামোর গভীরে রয়ে গেছে। পরাশক্তির হস্তক্ষেপ, দুর্নীতি ও দুঃশাসনের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। জাতীয় ঐক্যের সময় এখনো শেষ হয়নি।”

আলোচনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, ইরফানুল হক জাহিদ, একে এম মহসিন, সাঈদ খান, দিদারুল আলম, খন্দকার আলমগীর হোসেন ও প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী।

সভায় জুলাই আন্দোলনে শহীদ ছয় সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর পরিবারের হাতে সম্মাননা তুলে দেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানের শুরুতে এক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর