[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

জুলাই আন্দোলনের ‘গণহত্যা’র দায়ে আওয়ামী লীগের দলীয় বিচার দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ৪:৪২ পিএম

ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার জন্য কেবল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নিপীড়ন-নির্যাতন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। জুলাই আন্দোলনের সময়কার গণহত্যা ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।”

তিনি অভিযোগ করে বলেন, “দেশে হাজার হাজার মানুষ হত্যার দায় নিয়েও স্বেচ্ছা-নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বিচারমুখী হননি, যা অত্যন্ত দুঃখজনক। গণহত্যার বিচারের ক্ষেত্রে যে উদাসীনতা, তা জাতির জন্য লজ্জাজনক।”

সংবিধান ও গণতন্ত্রের স্বার্থে সময়মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন ও সংস্কার পরস্পরের পরিপন্থী নয়।

জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন, তাদের আরও চিন্তা করা উচিত। দেশ বাঁচাতে হলে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন দিতে হবে।”

এ সময় তিনি দেশের সব রাজনৈতিক শক্তিকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর