চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়।
কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে পড়েন।
নেতাদের গাড়িবহর হাটবোয়ালিয়া পৌঁছালে শিক্ষার্থীরা করমর্দনের জন্য এগিয়ে আসে। এ সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম বিষয়টি ভালোভাবে নেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“তোমাদের এখন স্কুলে থাকার কথা। ক্লাস ফেলে এখানে আসা একদমই ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের দায়িত্ব নয়।”
তবে মুহূর্তেই সুর নরম করে তিনি আবেগভরা কণ্ঠে বলেন,
“তোমাদের ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।
প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত। কিন্তু তোমাদের অনুরোধ করব, মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় কিছু হয়ে দেখাও, যেন আমরা গর্ব করতে পারি।”
তার এই কথায় আশপাশে থাকা নেতা-কর্মীসহ সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই মন্তব্য করেন, রাজনীতিতে এমন মানবিকতা ও দায়িত্ববোধ আজকাল খুব কমই দেখা যায়।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এসআর
মন্তব্য করুন: