চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
বুধবার (৯ জুলাই) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের তথ্যমতে, ওই সময়কার সহিংসতায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। বিবিসির দাবি, ফাঁস হওয়া একটি ফোনালাপের মাধ্যমে জানা যায়, শেখ হাসিনা নিজেই আইন-শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।
ফাঁস হওয়া অডিওতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনে দেখা যায়, শেখ হাসিনা আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানে গুলি করার নির্দেশ দেন। এই অডিওটিকে ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ হিসেবে উল্লেখ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই গণভবন থেকে এই ফোনালাপটি করা হয়েছিল এবং চলতি বছরের মার্চে তা ফাঁস হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই রেকর্ডিংয়ের কণ্ঠস্বর শেখ হাসিনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে শনাক্ত করেছে।
ফরেনসিক যাচাইয়ে যুক্ত থাকা অলাভজনক সংস্থা ইয়ারশট জানিয়েছে, ফোনালাপটি একটি কক্ষে স্পিকারে বাজানো অবস্থায় ধারণ করা হয়, যার অডিও বিশ্লেষণে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিমতা খুঁজে পাওয়া যায়নি। রেকর্ডিংয়ে ‘ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ইএনএফ)’ সনাক্ত করা হয়েছে, যা এর নির্ভরযোগ্যতার প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মানবাধিকারবিষয়ক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, “রেকর্ডিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ এবং সেগুলো অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”
তবে আওয়ামী লীগের এক মুখপাত্র বলেন, “বিবিসির যে রেকর্ডিংয়ের কথা বলা হচ্ছে, তা সত্য কি না, তা আমরা নিশ্চিত নই।
এসআর
মন্তব্য করুন: