[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

ভিন্নমত দমন নয়, মত প্রকাশের পরিবেশ তৈরি করতে হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ৮:০২ পিএম

সংগৃহীত ছবি

গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত সহ্য করার মধ্যেই নিহিত—এ কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কথা বলার অধিকার সবার থাকতে হবে।

মতের ভিন্নতা দমন নয়, বরং তা প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।’

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়লগ যৌথভাবে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তর্ক থাকবে, মতের অমিল থাকবে—এটাই স্বাভাবিক। আমরা বিশ্বাস করি, প্রত্যেকের কথা বলার স্বাধীনতা থাকা উচিত। এই স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি।’

দেশের তরুণদের রাজনৈতিক আগ্রহ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘একটি জরিপে দেখা গেছে, মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী—এই তথ্য দেখে সকালে হতাশ হয়েছিলাম।

কিন্তু এখানে এসে সেই হতাশা কিছুটা কেটেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের তরুণরা অনেক বেশি যোগ্য এবং তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অনেকে বলেন—এখানে কিছু হবে না। আমি তা মনে করি না। আমি আশাবাদী, বাংলাদেশে অনেক কিছুই হবে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর