[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ৩:১৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল; এখানে চাঁদাবাজ, দখলদার কিংবা সমাজবিরোধীদের কোনো স্থান নেই।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “সকল ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ বিএনপির সদস্য হতে পারেন। কিন্তু অরাজকতা, বিশৃঙ্খলা কিংবা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বকে বিএনপি কখনোই সহ্য করে না। এমন অভিযোগ পেলেই দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।”

তিনি আরও বলেন, “বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আদর্শে বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে প্রতিকূলতা সত্ত্বেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।”

লিখিত বক্তব্যে রিজভী বলেন, বিএনপি গণতান্ত্রিক সংবিধান, সুশাসন ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি আদর্শ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। “নেতৃত্বে থাকা ব্যক্তির যোগ্যতা, সততা, মানবিক গুণাবলি ও দক্ষতাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি,” বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, ততবারই সুশাসন ও ন্যায়বিচারকে অগ্রাধিকার দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর