[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ

চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি, আমরা এখনো স্বপদে বহাল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ১:৩০ পিএম

জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র নেতারা দাবি করেছেন, দলের চেয়ারম্যান জিএম কাদেরের সিদ্ধান্ত অবৈধ এবং তারা এখনও স্বপদে বহাল আছেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল থেকে অব্যাহতি পাওয়া নেতারা এসব দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “চেয়ারম্যানের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও স্বৈরাচারী। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। কোনো সম্মেলন ছাড়াই তিনি একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “জিএম কাদের রাতের আঁধারে চেয়ারম্যান হন। তখন এরশাদ সাহেব গুরুতর অসুস্থ ছিলেন। সেসময় জোর করে সিগনেচার নেওয়া হয়েছিল। গণতান্ত্রিক কোনো দলে এভাবে রাতের অন্ধকারে ক্ষমতা গ্রহণের নজির নেই।”

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা চাই সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হোক। আমরা কাউন্সিল চাই। তাহলে আপনি কেন কাউন্সিল করতে ভয় পাচ্ছেন?”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরুজ রশিদ, সৈয়দ আবু হেসেন বাবলা প্রমুখ।

নেতারা দাবি করেন, দলকে এককভাবে পরিচালনা করতে গিয়ে জিএম কাদের গণতান্ত্রিক রীতি ভেঙে ফেলেছেন। তারা দলের বিভাজন রুখতে জরুরি ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর