জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী।
বরং দলটি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক নির্বাচনি পরিবেশ নিশ্চিতের ওপর জোর দিচ্ছে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৭ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে নির্ধারিত ভেন্যু পরিদর্শনে যান দলের কেন্দ্রীয় নেতারা।
গোলাম পরওয়ার বলেন, “আমরা নির্বাচনের সময় পরিবর্তনের পক্ষে নই। তবে এর আগে একটি অবাধ, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “সমাবেশের মূল উদ্দেশ্য হলো—আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার, বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকর অগ্রগতির দাবি তুলে ধরা।”
পরিদর্শনকালে জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্র ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
গোলাম পরওয়ার সকল শ্রেণিপেশার জনগণকে আসন্ন জাতীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: