[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

“দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে”: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ৪:৪১ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনে দীর্ঘদিনের দুর্নীতি এবং অব্যবস্থাপনা চিরতরে দূর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “শুধু সরকারের পরিবর্তন হলেই চলবে না, যেই রাজনৈতিক দলই আসুক না কেন— এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে আমরা আর ফিরিয়ে আনতে দেব না।”

রোববার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “গত ১৫ বছর ধরে দেশে একনায়কতন্ত্র ও দমন-পীড়নের শাসন চলেছে। এখন আর সেই বাস্তবতা ফিরিয়ে আনার সুযোগ নেই। এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে— দুর্নীতি, বৈষম্য ও নিপীড়নের অবসান ঘটিয়ে।”

তিনি জানান, জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি নেতারা দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে সফর করছেন। “পথসভা, মতবিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে আমরা সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত হচ্ছি এবং তাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি,” বলেন তিনি।

আন্দোলনের পটভূমি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা নিপীড়নের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে। ফ্যাসিস্ট দমননীতি সেই সময় আরও তীব্র হয়।”

তিনি দাবি করেন, “আন্দোলনের একপর্যায়ে সারা দেশে কোটি মানুষ রাস্তায় নামে। ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গণভবন ঘেরাওয়ের সময় গণআন্দোলনের চাপে ফ্যাসিস্ট হাসিনা দেশত্যাগে বাধ্য হন।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে ২০২৪ একটি নতুন স্বাধীনতার বার্তা নিয়ে এসেছে। এই অর্জনকে সংরক্ষণ করাও আমাদের জাতীয় দায়িত্ব।”

কুজাইল বাজারের পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলা প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এছাড়া রাণীনগর উপজেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষারও উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর