[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ২:০৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাব বিএনপি সমর্থন করে না।’

রবিবার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে। প্রথমে ঐকমত্য কমিশনের প্রস্তাব, এরপর আবার নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হচ্ছে না। শহরের কিছু মানুষের বক্তব্যকে সার্বজনীন জনমত হিসেবে ধরা যায় না।’

সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘নতুন প্রস্তাবগুলো যদি জনগণের স্বার্থে হয়, তবে জনগণ স্বাগত জানাবে। তবে জনগণকে সম্পৃক্ত না করে বড় কোনো পরিবর্তন আনা উচিত নয়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষে নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।

সালাহউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশনের বক্তব্য অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) একটি অস্পষ্ট এবং বাস্তবতা-বর্জিত ধারণা। এটি কেবল আলোচনার বিষয় হতে পারে, বাস্তব প্রয়োগযোগ্য নয়।’

মির্জা ফখরুল জানান, পুলিশ সংস্কার নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে বিএনপি কমিশনের সঙ্গে একমত। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর