[email protected] রবিবার, ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ১:২১ এএম

সংগৃহীত ছবি

সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, “নির্বাচন করতে হবে। যদি আমরা মাঠে নামি, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।”

শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর আরও বলেন, “অনেকে বলে ১৬ বছরে কিছুই করতে পারিনি। তাদের বলি, চাইলে এখন ১৬ দিনেই তা দেখানো সম্ভব, কিন্তু আমরা দেখাতে চাই না। একজন ভদ্রলোক (সরকারের প্রতিনিধি) ওয়াদা করেছেন যথাসময়ে নির্বাচন হবে—এই আশায় আমরা ধৈর্য ধরছি।”

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য খাতে তারা দখলদারি করছে। সেখানে অন্যদের কোনো স্থান নেই।”

ভারতের দালালি নিয়ে বিরূপ মন্তব্যকারীদের সমালোচনা করে গয়েশ্বর বলেন, “যারা প্রকৃত দালাল, তারাই এসব বলে। আসলে যারা নির্বাচন চায় না, তারাই ভারতের দালালি করছে।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগের কিছু ‘জঘন্য চরিত্রের’ লোক জামায়াতে যুক্ত হচ্ছে। এক পর্যায়ে গুম-অপহরণ ইস্যু টেনে গয়েশ্বর বলেন, “পরাগ মণ্ডলকে যারা অপহরণ করেছে, তাদের পরিচিত সবাই জানে। এখন শোনা যাচ্ছে, সে জামায়াতের নেতা।”

সমাবেশে তিনি কেরানীগঞ্জে মাদক ও অস্ত্রমুক্ত সমাজ গঠনে একটি ‘বৃহৎ উন্নয়ন পরিকল্পনা’ গ্রহণের কথা জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর