[email protected] রবিবার, ৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

এবার আর প্রহসনের নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ১২:০৯ পিএম

ফাইল ছবি

এবার আর প্রহসনের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি বলেন, “১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের পূর্বাভাস দেখা যাচ্ছে। যারা এই ধরনের ভোট কারচুপির চিন্তা করছেন, তাদের উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট—এই জাতি অতীতে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও তা করতে পিছপা হবে না।”

তিনি আরও বলেন, “এই জাতি অতীতে কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না। ছাত্র, যুবক ও শ্রমিকরা অতীতে যেমন বুক চিতিয়ে অধিকার আদায়ে লড়াই করেছে, ভবিষ্যতেও তাদের সে লড়াই অব্যাহত রাখতে হবে।”

জামায়াত আমির বলেন, “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এটি পুরনো হোক বা নতুন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কিশোর, তরুণ ও যুবকরা শান্তিতে জীবনযাপন করতে পারবে। চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর আইনই হতে পারে একমাত্র পথ। আমরা সবাইকে আল্লাহর আইনের দিকে আহ্বান জানাচ্ছি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর