[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

মৌলিক সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ৪:১৭ পিএম

ফাইল ছবি

দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ বা উন্মত্ত গণ-সহিংসতার সংস্কৃতি বিরাজমান, তবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৯৭২ সাল থেকেই দেশে একটি মব পরিস্থিতি চলছে। আমরা এই ‘মব কালচার’-এর ঘোর বিরোধী। জামায়াতের কোনো কর্মী বা সমর্থক এই সহিংসতায় জড়িত নয়।”

সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশে একটি ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন মৌলিক রাজনৈতিক সংস্কার। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

শফিকুর রহমান আরও বলেন, “যেসব দল বা গোষ্ঠী এই সহিংসতায় জড়িত, তাদের উচিত নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে আনা। পাশাপাশি, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়া।”

জানা গেছে, বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলটির আমির। এটি রংপুরে গত ১৭ বছরে জামায়াতের সবচেয়ে বড় কোনো রাজনৈতিক সমাবেশ।

সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে দলে দলে কর্মী-সমর্থকরা রংপুরে আসছেন। সমাবেশ ঘিরে শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দলটির নেতারা জানিয়েছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়’ জনগণকে উদ্বুদ্ধ করতে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সূচনা করতেই এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় নেতারা মনে করছেন, রংপুর বিভাগের ৩৩টি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের শক্ত অবস্থান নিশ্চিত করতেই এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর