বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলো স্বাভাবিক নিয়মেই বিলুপ্ত হয়ে যায়।
আওয়ামী লীগও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতীকী ‘তারুণ্য সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।
রিপন বলেন, “আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, ভুল রাজনীতি করেছে। ফলে তারা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। এটা নিষিদ্ধ করার বিষয় নয়, বরং তাদের ভুলের রাজনীতির ফলেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি। এই আন্দোলনের সূচনা হয়েছিল ১৭ বছর আগে। আমাদের লক্ষ্য ছিল—দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি এবং শাসকদের জবাবদিহিতার আওতায় আনা। এখন সময় এসেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের।”
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটন।
আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, রহিমা শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: