[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

এসএসসি পাস না করা শামীম পরিচয় দিতেন ব্যারিস্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ১১:৩২ এএম

সংগৃহীত ছবি

এসএসসি পর্যন্তও না পড়া সত্ত্বেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা শামীম রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসএসসি পর্যন্তও না পড়া সত্ত্বেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা শামীম রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। পুলিশ জানায়, নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আত্মীয় ও প্রভাবশালী ব্যারিস্টার হিসেবে পরিচয় দিয়ে তিনি বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।

বুধবার রাতে বগুড়া সদর থানায় প্রতারণার অভিযোগে শামীমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী হারুন-উর রশিদ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, “আসামি নিজেকে ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে যুবদলের পদ দেওয়ার আশ্বাসে ইমরান হোসেন ও গোলাম রব্বানীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা আদায় করেন।

পরে ভুক্তভোগীরা বিষয়টি যাচাই করে বুঝতে পারেন, তিনি একজন প্রতারক এবং বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে আসছেন।”

পুলিশ আরও জানায়, শামীম রহমান কখনো নেতাকর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন বা বার্তা পাঠিয়ে পদ-পদবি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায় করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর