[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান


প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ২:০৬ এএম

রাজধানীর বনানীতে একটি হোটেলে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ।

ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, “জাকারিয়া হোটেলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) রাতে। অভিযোগ অনুযায়ী, বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি ওই হোটেলে হামলা চালান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় এক ব্যক্তি তার পথরোধ করে আঘাত করেন। আঘাতে নারীটি পড়ে যান।

এর কিছুক্ষণ পর আরেক নারীকে পেছন থেকে ধাওয়া করে ফেলে দেওয়া হয় এবং উভয়কে একাধিক ব্যক্তি ঘিরে মারধর করেন। ভিডিওতে অন্তত ৮ থেকে ১০ জন হামলাকারীকে দেখা যায়, যাদের কেউ কেউ ঘটনাস্থলে ঢুকছেন, কেউবা বের হয়ে যাচ্ছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল জানায়, “মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার মতো নেতাদের অপকর্মের দায় দল নেবে না।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যুবদলের কোনো নেতাকর্মীকে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলেছে এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর