জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসজুড়ে চলমান রাজনৈতিক প্রদর্শনীর মধ্যে রাজধানীর শাহবাগ মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “প্রদর্শনীর সময় হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এনসিপির একাধিক নেতা জানান, শাহবাগ মোড়ে আয়োজিত প্রদর্শনী চলাকালীনই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দলটির পক্ষ থেকে ঘটনাটিকে ‘উস্কানিমূলক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করা হয়েছে।
এর আগে, ২ জুলাই রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের একটি প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ আহত না হলেও পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এর কিছুদিন আগে একই এলাকায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে।
পুলিশ জানিয়েছে, ধারাবাহিক এই ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: