[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে নেতৃত্ব গড়ে উঠবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ৬:৪০ পিএম

সংগৃহীত ছবি

আনুপাতিক ভোট পদ্ধতির কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

তিনি বলেছেন, "আনুপাতিক ভোট পদ্ধতির কোনো প্রয়োজন নেই। এ ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি হবে না, নেতৃত্ব বিকাশের সুযোগও থাকবে না।"

তিনি আরও বলেন, “আমরা চিরায়ত গণতন্ত্রে বিশ্বাস করি, যেখানে ভোটাররা সরাসরি ভোট দিয়ে নিজেদের এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন।”

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে রিজভী বলেন, “আনুপাতিক পদ্ধতির মাধ্যমে দলীয় নেতৃত্বের বিকাশ রুদ্ধ হবে। এতে তৃণমূলের নেতা তৈরি হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর