সাধারণ মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, "অভ্যুত্থানের পরও যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। তবে এবার আর কাউকে ক্ষমা করা হবে না।"
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, সম্প্রতি এনসিপির কার্যালয়ে একাধিক দফায় হামলার ঘটনা ঘটেছে, যা তিনি ‘নিয়ন্ত্রিত ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন।
তাঁর ভাষায়, “জুলাই পদযাত্রাকে সামনে রেখে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে।
তারা এখনো গা ঢাকা দিয়ে দেশে সক্রিয় রয়েছে। সংস্কারবিরোধীরাই এসব ঘটনার পেছনে রয়েছে।”
নাহিদ ইসলাম বলেন, “অনেকে নেতৃত্বে পরিবর্তন আনলেও মূল ক্ষমতার কাঠামো অপরিবর্তিত রাখতে চায়।
তারা একই পুরনো কায়দায় নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। আর সেই চেষ্টার অংশ হিসেবেই সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।”
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিনভর নীলফামারী জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এসআর
মন্তব্য করুন: