বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, “পটিয়ার ওসিকে প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।”
ওসি পদে আপাতত দায়িত্ব পালন করবেন চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমা। তিনি পটিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে পদায়ন পেলেও পূর্ণাঙ্গ ওসির দায়িত্ব পালন করবেন, কারণ ওই পদটি আগে থেকেই শূন্য ছিল।
এর আগে, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় ওসির অপসারণের দাবিতে ৯ ঘণ্টা সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
একই দাবিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজির কার্যালয়ের সামনে অবস্থান নেন এনসিপি নেতা-কর্মীরা।
আন্দোলনের সূত্রপাত হয় মঙ্গলবার (১ জুলাই) রাতে ছাত্রলীগের এক কর্মী দীপঙ্কর দে (২৯)–কে আটককে কেন্দ্র করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ধরে থানায় নিয়ে গেলে পুলিশ মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে অপারগতা প্রকাশ করে। পরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। বরং আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়, এতে কয়েকজন আহত হন।
এসআর
মন্তব্য করুন: