[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ৪:১০ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা একটি মানবিক ও সংস্কারভিত্তিক পুলিশ চাই। পুলিশ কারো গায়ে হাত দেবে না—এটাই আমাদের প্রত্যাশা।

তবে যদি শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করে, তাহলে তার পরিণতি মঙ্গলজনক হবে না।”

বুধবার (২ জুলাই) কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের কর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনার নিন্দা জানান।

নাহিদ ইসলাম বলেন, “চট্টগ্রামের পটিয়ায় যে হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। বারবার গণ-অভ্যুত্থান হবে, যতবার প্রয়োজন হয়।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ‘বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার’ ঘোষণা করা হবে। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, “এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য পুরোপুরি দূর করতে পারিনি। সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম এখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। এখানে কর্মসংস্থানের সুযোগ নেই, উন্নয়নের ছোঁয়া খুবই কম। তাই আঞ্চলিক বৈষম্য দূর করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

পথসভা শেষে ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে শাপলা চত্বরে পৌঁছান এনসিপি আহ্বায়ক। পরে বিকালে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভা শেষে লালমনিরহাটের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে দলের কেন্দ্রীয় নেতাদের। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর