[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে—নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার, কর্মসংস্থান সৃষ্টির, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার। বীরদের রক্ত আর মায়েদের অশ্রু যেন বৃথা না যায়—তা আমাদের নিশ্চিত করতে হবে। এজন্য ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।"

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিই। গড়ে তুলি কোটি মানুষের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ।”

বক্তব্যের শুরুতে বেগম জিয়া বলেন, “রক্তস্নাত জুলাই-আগস্ট মাস আবার আমাদের মাঝে ফিরে এসেছে। গত ১৬ বছর ধরে আওয়ামী শাসকগোষ্ঠী ফ্যাসিবাদী দমন-পীড়নের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে এসেছে। গুম, খুন, গ্রেপ্তার, নির্যাতন আর বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তবে ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।”

গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এ ধরনের সকল ঘটনার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। দ্রুত বিচারের আওতায় এনে ভুক্তভোগী পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর