[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গণঅভ্যুত্থান ২০২৪’: বিএনপির আলোচনা সভা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বিএনপির আলোচনা সভা ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আয়োজন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে এতে অংশ নেবেন। একইসঙ্গে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ পরিবার এবং আহত নেতাকর্মীদের সম্মান জানিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা।

দলটির কেন্দ্রীয় দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩৪ জন নেতাকর্মী নিহত হন। এর মধ্যে বিএনপিরই ৪২৩ জন ও ছাত্রদলের ১৪৪ জন। যাচাই-বাছাই করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। শহীদ পরিবারের পাশে দাঁড়াতে তারেক রহমানের নির্দেশে দলীয় নেতারা নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন।

বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর