[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করলো ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “শহীদদের স্মৃতি যখন দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতির শিকার হচ্ছে, তখন ছাত্রশিবির সেই স্মৃতি সংরক্ষণ এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিরন্তর কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে গায়েবানা জানাজা, শহীদ পরিবারের খোঁজখবর, ঈদ ও দিবস উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিলিখন প্রতিযোগিতা, গণহত্যার বিচারের দাবিতে কর্মসূচিসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।

এ বছর ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির মূল প্রতিপাদ্য:
‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’।

কর্মসূচির মূল দিকগুলো:

১. সেমিনার, সিম্পোজিয়াম ও গবেষণা সম্মেলন: আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন।
২. শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ: কবর জিয়ারত, আহতদের সঙ্গে মতবিনিময়।
৩. বিক্ষোভ মিছিল: শাখাভিত্তিক ‘জুলাই দ্রোহ’ শিরোনামে কর্মসূচি।
৪. আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী: শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে সাংস্কৃতিক উৎসবসহ আয়োজন।
5. গ্রাফিতি অঙ্কন ও সাহিত্যচর্চা: স্মৃতি লেখা, বিতর্ক, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা।
6. লাইব্রেরি প্রতিষ্ঠা: শহীদদের নামে পাঠাগার গড়ে তোলা।
7. সাক্ষাৎকার ও পডকাস্ট: শহীদ পরিবার ও গাজীদের নিয়ে ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আয়োজন।
8. সাহিত্য সাময়িকী প্রকাশ: জুলাই স্মৃতিকে কেন্দ্র করে বিশেষ সংখ্যা।
9. পুরস্কার প্রদান ও মোড়ক উন্মোচন: স্মৃতি লিখন প্রতিযোগিতা ও প্রকাশনা প্রদর্শনী।
10. অনলাইন ক্যাম্পেইন: ‘Think Back to 36 July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী ডিজিটাল প্রচারণা।

শিবির জানিয়েছে, এসব কর্মসূচি কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে পালন করা হবে।


উপসংহার:
ছাত্রশিবিরের এই দীর্ঘমেয়াদি কর্মসূচিকে সংগঠনটি ইতিহাসের স্মরণ ও প্রজন্ম গঠনের একটি অংশ হিসেবে দেখছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন কর্মসূচি দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় নতুন আলোচনার জন্ম দিতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর