গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির ইস্যু বানিয়ে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, তারা দেশের মূল আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “স্বাধীনতার আন্দোলনে ছাত্রসমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছিল। তারা নিজের পরিচয় না দিয়ে সাধারণ মানুষের হয়ে আন্দোলন করেছে। বাংলাদেশ কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়।
এক বছর আগে আওয়ামী লীগ যেভাবে ভেবেছিল, তার পরিণতি তারা পেয়েছে। কেউ যদি এখনো সেই ভাবনায় থাকে, তারা বড় ভুল করছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলা হয়েছে, ৫০ লাখ মানুষকে আসামি করা হয়েছে। অথচ যারা এখন পিআর নিয়ে বড় কথা বলছে, তাদের কী এমন ত্যাগ বা নিপীড়নের অভিজ্ঞতা আছে?”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “যেসব দল পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে, তারা ড. ইউনুসকে একটি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায়। এছাড়া লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠককে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: