[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৫ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হওয়া এ বৈঠকে জামায়াতের পক্ষ থেকে দুই শীর্ষ নেতা—সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের—উপস্থিত ছিলেন।

আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল: জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠনের কাঠামো। সকাল সাড়ে ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নেতা নেত্রীরা একাডেমিতে এসে উপস্থিত হন।

গতকাল (প্রথম দিন) জামায়াত আলোচনায় অংশ না নিলেও আজকের বৈঠকে তাদের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপের লক্ষ্য হলো আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে দলগুলোর অভিমত গ্রহণ করা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর