[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৫ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত ১৬ বছর ধরে দলটির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে পরিকল্পিত ও ভয়াবহ অপপ্রচার চালানো হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, “ফ্যাসিবাদের নির্যাতনের হাত থেকে এমনকি ডা. জুবাইদা রহমানের মতো বিনয়ী, ভদ্র, সজ্জন মানুষও রেহাই পাননি। তাঁর বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হয়রানি।

তিনি আরও বলেন, “এক সময়কার নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ইতিহাস বিকৃতি শুরু করেন। পাঠ্যবই থেকে শুরু করে জাতীয় ইতিহাসকে নিজের ইচ্ছামতো রূপ দিয়েছেন। যদি দেশে প্রকৃত গণতন্ত্র থাকত, তবে এমন কিছু ঘটত না।”

বিএনপির মুখপাত্র বলেন, “দেশ এখনো গভীর সংকটে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চলছে। আমাদের দায়িত্ব হচ্ছে— সেই গণতন্ত্র ফিরিয়ে আনা এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এ ক্ষেত্রে তারেক রহমান নেতৃত্ব দেবেন— এ বিষয়ে আমরা আভাস পাচ্ছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর