 
                                                                        ইরানে ইসরায়েলি বিমান হামলায় দেশটির সামরিক ও পরমাণু খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একইসঙ্গে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দলটি।
শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানের সামরিক, পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলায় ইসলামি রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদসহ কয়েকজন শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী নিহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন পরমাণুবিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আবদুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি ও মোতলাবিজাদেহ। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা শামখানিও হামলায় প্রাণ হারান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমি যুদ্ধবাজ ইসরায়েলের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই হামলা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়াবে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: