টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন শীর্ষ পদে থাকার অভিযোগ থাকা সত্ত্বেও শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন
রোববার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে দেশত্যাগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, শেখ কবির রোববার সকালে একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন। তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না—এই প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি।
৮২ বছর বয়সী শেখ কবির হোসেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই এবং সেই সূত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। শারীরিকভাবে অসুস্থ ও চলাচলে অক্ষম হলেও দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এসব পদে তার অবস্থান নিয়ে বহু বিতর্ক ও প্রশ্ন রয়েছে।
যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে, তিনি ২৩টি গুরুত্বপূর্ণ কোম্পানি, সংস্থা এবং সংগঠনের শীর্ষ পদে ছিলেন। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, কাবিকো লিমিটেড, বেস্ট হোল্ডিংস (লা মেরিডিয়ান হোটেল), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামী আই হাসপাতাল এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
সরকার পরিবর্তনের পর, বিশেষ করে ৫ আগস্টের পর বেশ কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান।
তবে অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই তিনি নিয়মিত অংশগ্রহণ না করেও প্রভাব বিস্তার করেছেন এবং তার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি সুবিধা নিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: