লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা ছিল।
বুধবার (২১ মে) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ভারতের বাংলাদেশে পছন্দের সরকার দরকার ছিল।
প্রথমে ছিল শেখ মুজিবুর রহমান, এরপর জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আমি আগেও বলেছি, এ হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিলেন।"
তিনি আরও দাবি করেন, "শেখ হাসিনা ও সাজেদা চৌধুরী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আখাউড়া সীমান্তে ধরা পড়ে এবং বিডিআর তাদের ফিরিয়ে আনে। এরপর ১৭-১৮ দিনের মাথায় রাষ্ট্রপতি জিয়া নিহত হন।"
সংবাদ সম্মেলনে অলি আহমদ আরও বলেন, "আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে এত বিশৃঙ্খলা হতো না। ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে না।"
এ সময় তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতা হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আধুনিক করতে হবে। বিশেষ গোষ্ঠী যাতে সুবিধা না পায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"
মানবিক করিডর প্রসঙ্গে এলডিপি প্রেসিডেন্ট বলেন, "এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিলে তা বুমেরাং হতে পারে। সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।"
বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "কেউ মেয়র হতে চেয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে পারেন না।
এসআর
মন্তব্য করুন: