[email protected] বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

“উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে”— ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৫ ৮:৫৯ পিএম

ফাইল  ছবি

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন।

বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে ইশরাক বলেন,

“এই দুই উপদেষ্টা নিরপেক্ষতার ভান করে সরকারের পক্ষ হয়ে কাজ করছেন। তাদের পদত্যাগ করে নিজ নিজ রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত। কিন্তু সরকারের দায়িত্বে থেকে পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন,
“নতুন দল গঠন নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, সরকারের ভেতরে থেকেই অনেকে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের ওপরও চাপ প্রয়োগ করা হচ্ছে।”

ইশরাক অভিযোগ করেন,
“সরকারের ভেতর থেকেই স্বৈরতান্ত্রিক আচরণ করা হচ্ছে। আমরা কি আরেকটি স্বৈরাচারী সরকারের জন্ম হতে দেব? হাসিনাকে যেমন বিদায় করেছি, তেমনই অন্য স্বৈরাচারদেরও বিদায় করতে হবে।”

সমাবেশে উপস্থিত সমর্থকরা তাকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। ইশরাক বলেন,
“পেছনে ফেরার সুযোগ নেই। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততদিন রাজপথ ছাড়ব না।”

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ইশরাক লেখেন,
“আন্দোলনরত জনতার প্রতি সংহতি জানাতে আমি রাজপথে অবস্থান করব ইনশাআল্লাহ। নির্দেশ একটাই— যতক্ষণ প্রয়োজন রাজপথ ছাড়ব না।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ফলাফল বাতিল করে বিএনপি-সমর্থিত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে নতুন মেয়র ঘোষণা করে। এর পর থেকে ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর