[email protected] রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে হাসনাত আব্দুল্লাহকে — বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৫ ৭:৫৪ পিএম
আপডেট: ১৯ মে ২০২৫ ৭:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, "গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন— কুমিল্লার বিএনপি নেতারা আওয়ামী লীগের অর্থায়নে রাজনীতি করছেন।

এ ধরনের মন্তব্য রাজনৈতিক শালীনতা ও সহনশীলতার পরিপন্থী। আমরা মনে করি, এটি একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয়।"

তিনি আরও বলেন, "হাসনাত আব্দুল্লাহর বক্তব্য তার রাজনৈতিক অপ্রাপ্তবয়স্কতা এবং অসামঞ্জস্যপূর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ। তার এমন বক্তব্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করেছে।"

বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন, হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহার করে বিএনপির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সেলিম ভূঁইয়া বলেন, "আমরা এখনো তাকে অবাঞ্ছিত ঘোষণা করিনি।

তাকে আত্মসমালোচনার ও ভুল স্বীকারের সুযোগ দিচ্ছি। যদি তিনি দুঃখ প্রকাশ না করেন এবং ক্ষমা না চান, তাহলে কুমিল্লায় তার উপস্থিতি আর গ্রহণযোগ্য হবে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর