নড়াইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১৮ মে) বিকেলে জেলার নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় এ হামলা হয়। এতে আব্দুল লতিফ সম্রাটসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহত আব্দুল লতিফকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আবার কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
হামলার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় কালিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে কালিয়া উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিঠু, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ।
তারা অভিযোগ করেন, আব্দুল লতিফ সম্রাট ঢাকা থেকে কালিয়া পৌরসভার বেন্দারচর সোয়াবিল এলাকায় একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসার পথে যোগানিয়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, রড ও দাহ্য পদার্থ ব্যবহার করে অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেয়।
বক্তারা দাবি করেন, এই হামলার পেছনে জেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের অনুসারীরা, বিশেষ করে নড়াগাতী থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি সুবিধাবাদী অংশ জড়িত। হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “আমি ঢাকায় অবস্থান করছি। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা আমার জানা নেই। আমার কর্মীদের কেউ এতে জড়িত নয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
এসআর
মন্তব্য করুন: