জাতীয় নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা না হলে বিএনপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।”
তিনি বলেন, “এই সরকার নয় মাসেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সফলতা অর্জন করলেও, সেই অর্জনকে ম্লান করেছে সরকার। আমাদের একটাই দাবি—একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সংসদ সদস্য হওয়া, ঠিকাদারি, কিংবা লুটের টাকার ভাগ আমরা চাই না।”
ফারুক আরও বলেন, “শেখ হাসিনার আমলে অনেকেই রক্ত দিয়েছেন, জেল খেটেছেন। বেগম খালেদা জিয়াও বিনা দোষে কারাভোগ করেছেন। তাই দেশের মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি正ষ্ঠব।”
সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “নির্বাচনের দিন ঘোষণা করতে সমস্যা কোথায়? সরকার সম্ভবত সময়ক্ষেপণ করছে, কেউ কেউ হয়তো সমর্থন জোগাড়ের চেষ্টা করছে। কিন্তু এসব টালবাহানা চলতে দেওয়া হবে না। আমরা ভেসে আসিনি।”
তিনি বলেন, “তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা অপেক্ষা করছি।
কিন্তু যদি সেই ধৈর্যের বিনিময়ে নির্বাচন বিলম্বিত হয়, তাহলে আমাদের আর থামানো যাবে না। তখন আমরা রাজপথে থাকবো, নির্বাচনের জন্য মাঠে থাকবো।”
সম্প্রতি অর্থপাচারের প্রসঙ্গ টেনে ফারুক বলেন, “মিডিয়ায় এসেছে, দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
এখন তো শেখ হাসিনা নেই, তাহলে কারা এই টাকা পাচার করল? যারা এ সব দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।”
প্রধান উপদেষ্টার (ড. ইউনূস) উদ্দেশে তিনি বলেন, “আপনি সম্মানিত ব্যক্তি। দেশের মানুষ আপনাকে সরকারে বসিয়েছে সম্মানের জন্য। এখনই আপনার উচিত নির্বাচনের তফসিল ঘোষণা করা।”
নবীন দলের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: