[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরভবন ঘেরাও কর্মসূচি ইশরাক হোসেনের সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৫ ৪:০৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

রোববার (১৮ মে) টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

সাবেক সচিব মশিউর রহমানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জানানো হয়, আগামীকাল সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে নগরভবন ও আশপাশের এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি, যেখানে “ঢাকাবাসী” ব্যানারে অংশগ্রহণ করেন আন্দোলনকারীরা।

দুপুর ১২টার দিকে নগরভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। গুলিস্তান, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবন ঘুরে মিছিলটি আবার নগরভবনের সামনেই এসে শেষ হয়। এরপর আন্দোলনকারীরা পুনরায় অবস্থান নেন সেখানে।

উল্লেখ্য, গত বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হিসেবে নির্বাচিত হলেও তাকে এখনো শপথ গ্রহণ করানো হয়নি। এই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকরা বিক্ষোভে ফেটে পড়েন।

টানা নয় মাস ধরে সিটি করপোরেশনের বিভিন্ন অব্যবস্থাপনা ও নাগরিক দুর্ভোগের প্রতিবাদেই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর