[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৫ ১:২৪ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থার উপ-পরিচালক মাসুদুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে রোববার (১৮ মে) দুদক সূত্রে জানা গেছে।

দুদক জানায়, অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব সংগ্রহ ও যাচাই করবে। পাশাপাশি তার আয়কর নথির সঙ্গে প্রকৃত সম্পদের হিসাব মিলিয়ে দেখা হবে।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, প্লট জালিয়াতি ও প্রকল্প অর্থে অনিয়মসহ একাধিক বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতি মামলায় চার্জশিট দাখিল করা হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগে আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কমিশনের একটি সূত্র।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যা ১৫ জুলাই থেকে সহিংস রূপ নেয়। সংঘর্ষে ৫ আগস্ট পর্যন্ত ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরে ৭ আগস্ট পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬৮-তে।

এই আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা পরে ২১ সদস্যে সম্প্রসারিত হয়।

পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর